তারপর মাটি হব, অনন্তকাল আমার বুকে
তুমি গাছ হয়ে দাঁড়াবে
তুমি দাঁড়াতে দাঁড়াতে
একটি পাখি
ডানার রঙে
একটি মেঘ
বুনে
আমাকে
নদী
দেখাবে
নদী দেখতে দেখতে
একটি স্বচ্ছ জল
বুকের কোটরে
একটি ঘর
টেনে
মানুষ
দেখাবে
তারপর মানুষ দেখতে দেখতে
একটি জানালা
খসে পড়ে
চোখের উনুনে
একটি ছাই
এঁকে
দিবে
সেই আঁকা বুকে নিয়ে
এক পৃথিবী অরণ্যে অনন্তকাল
গোলাপের মুখ নিয়ে বসে থাকা
কুঁড়েঘরে
আমি আয়না হব, প্রত্যহ তুমি আমার সামনে এসে দাঁড়াবে
সাদাফ আমিনের কবিতা : দুর্দিন ম্যাগাজিন
Tags
Poem